রাশিয়ায় করোনভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রয়োগ শুরু করা হয়েছে মানব শরীরের ওপর। দুই ধরণের ভ্যাকসিন ৭৬ জনের শরীরে প্রয়োগের কথা বুধবার জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মস্কোর গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট দুটি ভ্যাকসিনই দুটি স্বেচ্ছাসেবক দলের ওপর প্রয়োগ করা হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের ভাষ্য, দুই দল স্বেচ্ছাসেবদের মধ্যে রয়েছে দেশের সৈনিক ও সাধারণ নাগরিক। তাদের শরীরে প্রয়োগ করে ভ্যাকসিনের নিরাপদ ও যথার্থতা যাচাই করা হচ্ছে।
লিকুইড ও পাউডার আকারেই রয়েছে করোনার ভ্যাকসিন। ৩৮ জনের এক দলের ওপর পাউডার ফর্মে করোনা ভ্যাকসিন ও অন্য দলের ওপর তরল আকারে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
গ্যামেলিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির প্রধান আলেকজান্দার গিন্টসবুর্গ জানান, এ পরীক্ষা সফল হবে কিনা তা দেড় মাসের মধ্যে বোঝা যাবে। ২১ দিন পর বিরতি দিয়ে স্বেচ্ছাসেবকদের ওপরে আর এক ডোজ করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
এর আগে অধ্যাপক আলেক্সান্ডার জিন্টসবার্জ করোনাভাইরাসের ভ্যাকসিন আসতে ৯ মাস সময় লাগার কথা জানিয়েছিলেন। সূত্রঃ টাইমস নাউ নিউজ ও এই সময়।