আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় পার্টিতে মদ শেষ হয়ে যাওয়ার পর হ্যান্ড স্যানিটাইজার পান করায় ৭ জনের মৃত্যু হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় আছে আরো ২ জন। খবর ডেইলি মেইলের।
খবরে বলা হয়, রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের একটি গ্রামে গত বৃহস্পতিবার এক দল লোক পার্টি করছিলো। অনুষ্ঠানের মাঝখানে তাদের পানীয় শেষ হয়ে যাওয়ায় হাতের কাছে থাকা করোনাভাইরাস প্রতিরোধী হ্যান্ড স্যানিটাইজার পান করে। এতে মৃত্যু হয় ৭ জনের।
মারা যাওয়া প্রথম তিনজনের একজন ৪১ বছর বয়সী নারী। দুইজনের বয়স ২৭ এবং ৫৯ বছর। হাসপাতালে নেওয়ার পর শুক্রবার রাতে মারা যায় তিনজন। যাদের বয়স ২৮, ৩২ এবং ৬৯ বছর। এছাড়াও শনিবার মারা যায় আরো একজন।
ফেডারেল পাবলিক হেলথের পক্ষ থেকে জানানো হয়, হ্যান্ড স্যানিটাইজার পানে ৯ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে এসেছিল।
এ বিষয়ে আঞ্চলিক প্রসিকিউটর বলেন, স্যানিটাইজার পানের কারণে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। তারা যা পান করেছে, তাতে ৬৯ শতাংশ মিথানল ছিল। করোনা মহামারির সময়ে এটি হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বিক্রি করা হয়।
এদিকে ঘটনার পর রাশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা রাশিয়ার তৈরি অ্যান্টিসেপ্টিক পান না করতে স্থানীয়দের সতর্ক করেছে। এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।