আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার উলিয়ানোভস্ক এলাকায় ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে নিহত কমপক্ষে ১৬ জন এবং তিনজন গুরুতর আহত। গতকাল রোববার (২১ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারী পণ্য বোঝাই ট্রাকটির চালক সঠিক সময়ে গতি কমাতে পারেননি। সে কারণেই দাঁড়িয়ে থাকা যানটিকে সজোরে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরির মাঝখানে থাকা মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। নিহতদের মধ্যে রয়েছেন ট্রাকের চালকও। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে, আশঙ্কামুক্ত নন। আহতদের মধ্যে এক নারী রয়েছেন। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
পুলিশের সম্প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই লরির চাপে পড়ে মিনিবাসটি চ্যাপ্টা হয়ে গেছে। উদ্ধারকর্মীরা টুকরা হয়ে যাওয়া মিনিবাসটি পরীক্ষা করে দেখছেন।
উলিয়ানোভস্কের গভর্নর আলেক্সাই রাসকিক টেলিগ্রামে লিখেছেন, মারাত্মক অবস্থায় আরও দুই পুরুষ ও এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ায় সড়ক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা স্বাভাবিক। গত কয়েক বছরে দেশটিতে বেশ কয়েকটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি মাসেও মস্কোর কাছাকাছি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান পাঁচজন। এছাড়াও ২১ জন গুরুতর আহত হন।