ডিবিএন ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে যখন হামলাকারী দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, ঠিক তখনি টেক জায়ান্ট ‘অ্যাপল’ রাশিয়ায় তাদের সকল ধরনের পণ্য বিক্রি করা বন্ধ করে দিয়েছে।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর আক্রমণের ফলে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ইতোমধ্যে রাশিয়ার বাইরে অ্যাপলের কোনো ডিভাইসে রাশিয়ার সংবাদ ডাউনলোড করা যাচ্ছে না।
অ্যাপল ওই বিবৃতিতে জানায়, রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন। ইউক্রেনে সহিংসতার শিকার সকলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করা সম্ভব সেগুলো করছি। এরইমধ্যে রাশিয়ায় সকল ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা, অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এবং স্পুটনিকের ডাউনলোড সেবা বাতিল করেছি আমরা। ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য অ্যাপলের ম্যাপস অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত রাশিয়ায় অ্যাপলের অনলাইন স্টোর সচল ছিল। কিন্তু আইফোন কেনার ক্ষেত্রে সরবরাহযোগ্য নয় লেখা আসছিল।
অন্যদিকে, মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসন ইনকরপোরেটেড রাশিয়ায় তাদের বাইকের চালান স্থগিত করেছে। এক্সন মবিল করপোরেশন রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করবে বলে জানিয়েছে এবং রাশিয়ার সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী ব্রিটিশ এনার্জি জায়ান্ট শেল পিএলসি ও বিপিকে অনুসরণ করে ব্যবস্থা নিতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ প্রস্ততকারক প্রতিষ্ঠান বোয়িং রাশিয়ান এয়ারলাইন্সের জন্য যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা পরিষেবা স্থগিত করেছে। মাইক্রোসফট রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়া আউটলেট আরটি’র মোবাইল অ্যাপগুলোকে তার উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেবে এবং রাশিয়ান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক মিডিয়ার বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করবে। গুগল আরটি ও অন্যান্য রাশিয়ান চ্যানেলগুলোকে তাদের ওয়েবসাইট, অ্যাপস এবং ইউটিউব ভিডিও থেকে বিজ্ঞাপন বাবদ আয় উত্তোলনে বাধা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকও একই ধরনের ব্যবস্থা নিয়েছে। রাশিয়ায় নাইকির ওয়েবসাইট এবং অ্যাপ ব্যবহার করে পণ্য অর্ডার দেওয়া বন্ধ রয়েছে।
এ ছাড়াও, বিশ্বের ৩টি বৃহত্তম কন্টেইনার লাইন গতকাল রাশিয়ায় এবং সেখান থেকে অন্যত্র যেকোনো পণ্যবাহী চালান সাময়িকভাবে স্থগিত করেছে।