আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর এলোপাথারি গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া, প্রাণভয়ে জানালা দিয়ে ঝাঁপ দিতে গিয়েও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাতে স্থানীয় সময় সকাল ১১টায় এ ঘটনা ঘটে বলে জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
রাশিয়ার অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সোমবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পার্ম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটেছে। এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গুলি ছোড়ে। গোয়োন্দারা সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় আটক করেছে।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, হামলার সময় শিক্ষার্থীরা পালানোর চেষ্টা করছিলেন। অনেককে এক তলা থেকে লাফ দিতে দেখা যায়।
সেমন কারিয়াকিন নামের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, ক্লাসে অন্তত ৬০ জনের মতো শিক্ষার্থী ছিল। আমরা ক্লাসরুমের দরজা বন্ধ করি এবং চেয়ার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিলাম।
পার্ম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ১৪ জনের মতো আহত হয়েছে।
আহতদের সংখ্যা নিয়ে রাশিয়ার তদন্ত কমিটি ও পারম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য ভিন্ন। তবে কোন সংখ্যাটি সঠিক তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, রাশিয়ায় চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্বিচার গুলির ঘটনা ঘটল। দেশটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে গুলির ঘটনা খুবই কম ঘটে। পাশাপাশি দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও অনেক কঠিন।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মে এক কিশোরের গুলিতে ৭ শিশু ও ২ শিক্ষক নিহত হলে বন্দুকের মালিকানা সংক্রান্ত আইন কঠোর করা হয়।