প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম ভ্যাকসিন এনেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘোষণায় বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেন। এবার এই ভ্যাকসিন নিয়ে কাজ করার ঘোষণা দিলেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইউলি এডেলস্টেইন। আরব নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।
ইউলি বলেন, আমরা ওই ভ্যাকসিনের ওপর করা প্রতিটি প্রতিবেদন গভীর নজরদারিতে রাখছি। তা যেকোনো দেশেরই হোক না কেন। রাশিয়ার বিভিন্ন গবেষণগারের সঙ্গে আমরা ইতোমধ্যে আলোচনা করছি। তাদের সঙ্গে আমরা কথা বলে ভ্যাকসিনের কার্যকারিতা জানার চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের যদি মনে হয় এই ভ্যাকসিনে কাজ হবে তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হবে সবার জন্যে। সবকিছু নিশ্চিত হওয়ার পরেই ইসরায়েল এই ভ্যাকসিন নিয়ে দরকষাকষিতে যাবে। কারণ কেউ ধোকায় পড়ুক তা আমরা চাই না। ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে সর্বদা কাজ করে যাচ্ছে। চাইলেই ওই ভ্যাকসিন আমরা আনতে পারবো না। সবদিক বিবেচনা করতে হবে।
এদিকে আরব নিউজের বরাতে জানা যায়, ইসরায়েলও তাদের ভ্যাকসিন গবেষণায় বেশ এগিয়েছে। আগামী অক্টোবরে তারা সেই ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে বলে ঘোষণা দিয়েছে। এছাড়া তারা মার্কিন প্রতিষ্ঠান মর্ডানার সঙ্গেও ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি করেছে।