রাশিয়ায় একটি রেস্তোরাঁয় আগুন লেগে ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। গতকাল শুক্রবার (০৪ নভেম্বর) স্থানীয় সময় রাত ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।
কোস্ট্রোমা অঞ্চলের মেয়র সের্গেই সিটিনিকভ বলেন, রাজধানী মস্কো থেকে ৩শ’ কিলোমিটার উত্তর-পূর্বে কোস্ট্রোমা শহরের একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। আগুন লাগার পরে অন্তত ২৫০ জনকে ওই রেস্তোরাঁ থেকে বের করে নেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঠিক কী কারণে আগুন লেগেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।
এদিকে, আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালের চিকিৎসকরা। অগ্নিকাণ্ডের ঘটনা সন্ত্রাসীমূলক কাজ কিনা সেটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ওই রেস্তোরাঁর সামনে ফ্লেয়ার গান দিয়ে আতশবাজি ফোটানো এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।
উল্লেখ্য, রাশিয়ায় রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ২০০৯ সালে রাশিয়ার পেরম শহরে এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১৫০ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছিল।