উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় পৌঁছেছেন। বুলেটপ্রুফ ট্রেনে করে তিনি রাশিয়া গেছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটিতে প্রবেশ করেন। খবর বিবিসির।
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর সঙ্গে পিয়ংইয়ংয়ের অস্ত্র চুক্তি না করার বিষয়ে ওয়াশিংটনের সতর্কতার মধ্যেই কিম জং–উন রাশিয়া সফরে গেলেন।
কিম জং–উন গত রোববার তাঁর ব্যক্তিগত বুলেটপ্রুফ ট্রেনে রাশিয়ার উদ্দেশে পিয়ংইয়ং ত্যাগ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আজ এ তথ্য জানিয়েছে।
রাশিয়া সফরে কিম জং–উনের সঙ্গে তাঁর দেশের পররাষ্ট্রমন্ত্রী আছেন। আছেন দেশটির সামরিক কর্মকর্তারা। এ ছাড়া উত্তর কোরিয়ার শীর্ষ অস্ত্রশিল্পের কর্মকর্তারাও তাঁর সঙ্গে আছেন বলে জানা গেছে।
কিম ও পুতিনের বৈঠক ব্লাডিভস্তকে হতে পারে। পুতিন সোমবার সে বৈঠকে গেছেন। বুধবার পর্যন্ত সেখানে ইস্টার্ন ইকনমিক ফোরামের বৈঠক চলবে ও পুতিনের সেখানে উপস্থিত থাকার কথা।
বিশেষজ্ঞদের একাংশ ও মার্কিন কর্মকর্তারা মনে করেন, পুতিন এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা চাইতে পারেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, পুতিন আশা করেছিলেন, এক মাসের মধ্যে যুদ্ধে জিতবেন। কিন্তু এখন তাকে নিজের দেশে অনেকটা পথ পাড়ি দিয়ে অন্য দেশের এক নেতার কাছ থেকে যুদ্ধে সহায়তা চাইতে হচ্ছে। আমি এটাকে বলব, পুতিন সাহায্য ভিক্ষা করছেন।
বিনিময়ে কিম কৃত্রিম উপগ্রহ, পরমাণু-চালিত সাবমেরিনের প্রযুক্তি ও খাদ্যশস্য চাইতে পারেন।
ক্রেমলিনের মুখপাত্র পেসকভ জানিয়েছেন, পুতিন ও কিম প্রয়োজনে একান্ত বৈঠকে মিলিত হতে পারেন। তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম