লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়ন গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা লুটপাট ও নারী নির্যাতন মামলা দিয়ে নিরীহ দেলোয়ার হোসেনকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, রাঘবপুর (খামার বাড়ি) গ্রামের মৃত আব্দুল কাদেরর ছেলে দেলোয়ার হোসেন (৪৪) এর সাথে তার এই ভাইয়ের স্ত্রী আফরোজা খানম রুপা আদালতে মামলা দিয়ে হয়রানি করে আসছে।
এজাহার সূত্রে দেখা যায় আফরোজ খানম রুপা ১৯ জানুয়ারি দেলোয়ার হোসেন কে আসামী করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৪৪৭/৩৮০/৩৮৫/৫০৬(২) দন্ড বিধি মামলা দায়ের করেন।এতে বিবরণে বলা হয় আসামী জোর জুলুম অত্যাচারী মারপিটকারী, এবং ফরিয়াদী পরিবারের প্রতি কুনজর ও ৪ লক্ষ টাকা চাঁদা দাবী করেন, ওয়ারিশ সম্পত্তি প্রাপ্ত দোকান ঘর দখলে চেষ্টায় ভাংচুর করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, আসামী দেলোয়ার হোসেন একজন নিরীহ ও অসহায় তাঁরা ৫ ভাই ১ বোন, এর মধ্যে বর্তমানে ৩ ভাই প্রবাসে থাকেন, এখনও তাদের বাবা মৃত আব্দুল কাদের এর সম্পত্তি ভাইদের মধ্যে ভাগবাটোয়ারা হয়নি।
সরজমিনে গিয়ে আরো দেখা যায়, দেলোয়ার হোসেনের বসত বাড়ির সামনে পূর্বে ৪ টি দোকান করেন তাদের পিতা মৃত আব্দুল কাদের, কিন্তু দোকান গুলো ফারিয়াদী আফরোজা খানম রুপা অন্য বাসুর ও দেবর দের অংশ না দিয়ে জোরপূর্বক একাই দখল করার চেষ্টা করে, এটি মানতে না পেরে দেলোয়ার বাঁধা দিলে এবং প্রবাসে থাকা ভাই দের বিষয়টি অবগত করলে, আফরোজ খানম রুপা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন চাঁদাবাজী, নারী নির্যাতন ও লুটপাটের মামলা করে।
দেলোয়ার এর বড় ভাই বিল্লাহ হোসেন জানান, আমরা ৫ ভাই ১বোন বাবার সম্পত্তির মালিক আমরা ভাইয়েরা এখানে ভাইয়ের স্ত্রীরা কিছু এই না, একটি মামলায় আমরাকে সাক্ষী দিয়েছে কিন্তু আমি এই বিষয়ে কিছুই জানি না,
তিনি আরো বলেন, সম্পত্তি ভাগবাটোয়ারা করতে হলে ৫ ভাইকে এক সাথ হতে হবে ৩ ভাই প্রবাসে আছে তারা আসলে সম্পত্তি ভাগবাটোয়ারা হলে এই সব সমস্যা থাকবে না।
এ বিষয়ে এলাকাবাসী রফিক ও ইসমাইল বলেন দেলোয়ার শান্ত প্রকৃতির লোক। তাদের পারিবারিক সম্পত্তির বিরোধের কারনে দেলোয়ার হয়রানির শিকার।
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি থেকে আমি মুক্তি চাই। এই বিষয়ে আফরোজা খানম রুপার কাছে জানতে চাইলে বক্তব্য দিতে রাজি হন নি।