হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: “যদিও মানছি দূরুত্ব, তবুও আছি সংযুক্ত” দেশব্যাপী জেলা ও উপজেলা বিদেশের বাংলাদেশ দূতাবাস গুলোতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হচ্ছে চতুর্থ বাংলাদেশ ডিজিটাল দিবস।
এরই অংশ হিসেবে রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বিভাগের সহযোগিতায় ১২ডিসেম্বর শনিবার সকালে উপজেলা হলরুমে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি
বেগম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা সহকারি আইসিটি প্রোগ্রামার আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাধারন সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ।
এছাড়াও সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীয়ের মাঝে পুরস্কার দেওয়া হয়।