ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরশহরে শনিবার (২১ ডিসেম্বর) রাতে ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে পৌর শহরের দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি ৫৪ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, উপজেলা মহিলা দলের সদস্য সচিব আনারকলিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত১৭ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের অসহায় ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছেন ইউএনও রকিবুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার জানান,এ শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা। এমন মানুষদের শীত কষ্ট লাঘবে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের কাছে গভীর রাতে কম্বল বিতরণ অব্যাহত রেখেছি।
আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৫ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি