স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের আগে আন্তর্জাতিক বিরতির শেষ ম্যাচে মাঠে নামছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আজ মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় পিএসজির মাঠ পার্ক দ্য প্রিন্সেসে তিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া ভোর ৬টায় নিউ জার্সির মিয়ামি স্টেডিয়ামে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে খেলাটি সরাসরি দেখা যাবে না। তবে অনলাইন স্ট্রিমিংয়ের সাইটগুলোতে দেখা যাবে ম্যাচটি। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য বিশ্বকাপের আগে সর্বশেষ আন্তর্জাতিক কোনো ম্যাচ। এরপর সরাসরি বিশ্বকাপের মঞ্চে সার্বিয়ার বিপক্ষে ২৫ নভেম্বর মাঠে নামবে নেইমাররা।
এদিকে, রাতে ব্রাজিলের ম্যাচের রেশ না কাটতেই ভোরে মাঠে নামবে আর্জেন্টিনাও। নিজেদের প্রীতি ম্যাচ খেলতে মেসিরা নামবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে। ব্রাজিল ম্যাচের মতো আর্জেন্টাইনদের ম্যাচও সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল।
আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা যায়, ফ্লু-তে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেসি। যে কারণে জ্যামাইকার বিপক্ষে ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে।তবে মেসির খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি কোচ লিওনেল স্ক্যালোনি। জানা গেছে, সেরা ফুটবলারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে তারা। শেষ পর্যন্ত যদি মেসি খেলতে নাই পারেন তাহলে তার জায়গায় খেলবেন হুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনা-জ্যামাইকার মধ্যকার ম্যাচটি নিউজার্সির রেড বুল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় ২৮ সেপ্টেম্বর ভোর ৬টায়। এদিকে ব্রাজিল বিশ্বকাপের আগে আজই শেষ ম্যাচ খেললেও আর্জেন্টিনা মাঝে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে।
নভেম্বরের ১৬ তারিখে সেই ম্যাচটিতে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এদিকে জ্যামাইকার বিপক্ষে মঙ্গলবার মাঠে নামার আগে টানা ৩৪ ম্যাচ অপরাজিত আছে লিওনেল স্কালোনির দল। আজ জিতলেই সংখ্যাটা ৩৫-এ গিয়ে ঠেকবে। সে ক্ষেত্রে টানা অপরাজিত থাকার রেকর্ডে আরও চারটি ম্যাচে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আলবেসেলেস্তেদের।