হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ অক্টোবর বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এসএম জাহিদ ইকবাল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।
এ ছাড়াও পৌরসভা সহ ৮ ইউনিয়নের পূজা কমিটির সভাপতি-সম্পাদক, আ.লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল ও জমিরুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা ধর্ম মন্ত্রণালয় প্রেরিত পূজা সংক্রান্ত নির্দেশাবলী সকলের উদ্দেশ্যে পড়ে শোনান। অন্যান্য অতিথিরাও সরকারি বিধি-নিষেধের আলোকে পূজা পালনের কথা তুলে ধরে বক্তব্য দেন।
এবছর মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে উপজেলায় মোট ৫৪ টি মন্ডপে নাচ-গান ও মেলা বাদে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে পূজা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।