রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের প্রধান সড়কের পাশে শতাব্দী প্রাচীন পাঁচপীর কবরস্থানের জমিতে একটি গণ-শৌচাগার নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ৭ অক্টোবর সোমবার স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন ইউএনও মোসুমী আফরিদার কাছে লিখিত স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে ষড়জ শিল্পী গোষ্ঠীর সম্পাদক আজিজুল হক, যুবসংঘের সম্পাদক আশরাফ আলী, উদীচীর সভাপতি রেজাউল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা রুকুনুল ইসলাম ডলার, সাবেক কাউন্সিলর রফিউল ইসলাম, কেন্দ্রীয় টাউনক্লাবের সভাপতি বাবর আলী ও সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা স্মারকলিপিতে স্বাক্ষর করেন। এ ব্যাপারে ইউএনও বলেন- স্মারকলিপি আমি পেয়েছি আগামীকাল (৯ অক্টোবর) তা জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো। তিনি আরো বলেন, এর মধ্যে ওই কবরস্থানের জমি মেপে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্মারকলিপি হাতে পেলে সার্বিক তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও মেয়র আলমগীর সরকারকে পাওয়া যায়নি।