রাণীশংকৈল( ঠাকুরগাও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি নেকমরদ আমবাড়ি ফুলবাগানে সরকারি খাস জমিতে অবৈধভাবে বসবাসকারী উচ্ছেদকৃত এবং পরে বালিয়াপুকুরে পুনর্বাসিত ১০২ টি পরিবারের প্রত্যেককে ২৮ জুন শুক্রবার ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬০০০( ছয় হাজার) করে টাকা দেওয়া হয়। এ উপলক্ষে নেকমরদ ইউনিয়নের বালিয়াপুকুর চত্বরে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী তাজউদ্দিন, সহকারি ভূমি কমিশনার প্রতিনিধি আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলাম ও ভুপাল চন্দ্র রায়। এই সাথে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৩ টি আদিবাসি পরিবারের প্রত্যেককে একই পরিমাণ ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।