‘সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে শনিবার ২৮ ডিসেম্বর সকল ধর্মাবলম্বীদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে এদিন দুপুরে উপজেলায় সকল ধর্মাবলম্বীদের উপস্থিতিতে ব্যনার, ফেস্টন সম্বলিত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে ওইখানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ এবং অসাম্প্রদায়িক ভাবে বসবাস করছে। কোন ধরনের উসকানিতে এ বন্ধন কোনদিনও ভাঙ্গবে না বলে জানান তারা।
আজ ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি