হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী রাণীশংকৈলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতার মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে উপজেলা অফিসার্স ক্লাবে সহকারি কমিশার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে করোনাকালে স্বল্প পরিসরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ। এছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা -কর্মচারী, সামাজিক- রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মিরা উপস্থিত ছিলেন। পরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।