রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বালুগাঁও গ্রামের মৃত: বাবুল হোসেনের ছেলে বিপ্লবের বাড়ি থেকে ২৫ জুলাই বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ একটি ৬৮০ গ্রাম ওজনের মাথাবিহীন পিতলের রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে। জানা গেছে প্রায় দু মাস আগে ঐ এলাকার কোরিয়া পুকুর খনন কালে মাথাবিহীন রাধা-কৃষ্ণের ঐ মূর্তিটি পাওয়া যায়। তখন সেটি বালুগাঁও গ্রামের বিপ্লব তার বাড়িতে নিয়ে যায়। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ২৫ জুলাই দুপুরে থানার ওসি আব্দুল মান্নান সঙ্গীয় পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহার প্রতিনিধ তহসিলদার জাহিরুল ইসলামকে নিয়ে বিপ্লবের বাড়ি থেকে ঐ মূর্তিটি উদ্ধার করে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করলে পীতলের মূর্তি প্রমানিত হয়। পরে সেটি থানায় নিয়ে আসেন। উদ্ধারের সময় বিপ্লব বাড়িতে ছিলনা, তবে তার মা স্বেচ্ছায় মূর্তিটি বের করে দেন মর্মে ওসি জানান। তিনি আরো জানান, মূর্তিটি বর্তমানে থানায় সংরক্ষিত আছে এবং এসিল্যান্ড সোহাগ সাহা কর্মস্থলে ফিরলে সেটি তার অফিসে হস্তান্তর করা হবে।
হুমায়ুন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭৭৬৮২৪১৯৮