ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২৮ ফেব্রুয়ারি চারু বালা (৭৮) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চারু বালা উপজেলার পূর্ব বাচোর গ্রামের মৃত খগেন্দ্র রায় নাথের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চারু বালা মানসিক ভারসাম্যহীন রোগে দীর্ঘদিন ধরে ভুগতেছিলেন। ঘটনার দিন রাতে চারু বালার পরিবারের লোকজন প্রতিদিনের মতো খেয়ে আপন আপন ঘরে শুতে চলে যায়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২ টার সময় চারু বালার মেয়ে বাথরুম করতে উঠলে মায়ের ঘরের জনালার দিকে চোখ পড়লে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে। এতে পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসে। ঘরে ঢুকে দেখে ঘরের পাটাতনের বাঁশের সাথে লাইলন রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় চারু বালার মরদেহ ঝুলছে।
পরে পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পুলিশের হেফাজতে নেয়।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
পারিবার পক্ষ থেকে কোন অভিযোগ নেই। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি