হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) : প্রতিনিধি: নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা হলরুমে ৩১ অক্টটোবর বৃহস্পতিবার সকালে বিজয় ফুল উৎসব পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদার সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, ঘনশ্যাম রায়, সীমান্ত বসাক, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, গপেন্দ্রনাথ বর্মন, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ প্রমুখ । এছাড়াও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিজয় ফুল অনুষ্ঠোনে উপস্থিত ছিলেন। বিজয় ফুল অনুষ্ঠানে জাতীয় সংগীত, একক অভিনয়, চিত্রাংকন, আবৃত্তি, গল্প রচনা ও বিজয় ফুল তৈরী প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
হুমায়ুন কবির
রাণীশংকৈল,ঠাকুরগাঁও
০১৭১০০১৯৩১১