হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ ১৭- বালক, বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপনি ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন বিকাল ৫ টায় ওই মাঠে রাণীশংকৈল পৌরসভা বনাম নন্দুয়ার ইউনিয়ন চুড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে নন্দুয়ার ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা বিজয়ী হন।
উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, এসিল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ওসি এস এম জাহিদ ইকবাল, ক্রীড়া সংগঠক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব আহবায়ক কুসমত আলী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়ামোদি দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন জয়নাল আবেদিন ও সুগা মুর্মু। ধারাভাষ্যে ছিলেন, প্রশান্ত বসাক, সাদেকুল ইসলাম, বাপ্পী পাটোয়ারী ও তারেক আজীজ।
প্রসঙ্গত: গত ২৩ মে এ খেলার উদ্বোধন করা হয়। পৌরসভা ও ৮ টি ইউনিয়নসহ মোট ৯টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পরে চুড়ান্ত খেলার বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।