হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০ জুন বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজলা নির্বাচিত পাটচাষী কৃষকদের নিয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মমালায় সভাপতিত্ব করেন, জেলা পাট কর্মকর্তা অসীম কুমার মালাকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল করিমে। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়। কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ বিষয়ের উপর কৃষকদের উৎসাহিত ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। প্রসঙ্গত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ১৫০ জন কৃষকের মাঝে ১ টি করে পাটের ব্যাগ, ১ প্যাকেট করে উন্নত জাতের পাটের বীজ, খাবার ও সন্মানী ভাতা প্রদান করা হয়।