১৯৭১ সালের ৩ ডিসেম্বর রাণীশংকৈল উপজেলা পাক হানাদার মুক্ত হয়েছিলো। এই দিনে ঠাকুরগাঁওসহ রাণীশংকৈল, হরিপুর,পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। রাণীশংকৈলের বাঙালী বীর সন্তানদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী এদিন এ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। সাথে সাথেই রাণীশংকৈলের মুক্ত আকাশে উড়ানো হয় দীর্ঘ সংগ্রামের পর অর্জিত লাল সবুজের পতাকা এবং আনন্দ-উল্লাসে মেতে ওঠে উপজেলার মুক্তিকামী মানুষ।
সেদিন থেকেই ৩ ডিসেম্বর রাণীশংকৈল পাক-হানাদার মুক্ত দিবস’ হিসেবে গণ্য হয়ে আসছে।
প্রতি বছরের ন্যায় দিনটিকে স্মরণ করে রাখতে রবিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে একটি বর্ণিল র্যালি বের করা হয়। র্যালিতে সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আ.লীগ ও ষড়জ শিল্পী গোষ্ঠীসহ অনেকেই অংশগ্রহণ করেন। র্যালিটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে চৌরাস্তা মৌড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক, উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক রমজান আলীসহ, বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ প্রমুখ।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৬ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি