হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৯ জুন বুধবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজলার ১৫০ জন নির্বাচিত পাটচাষী কৃষকদের নিয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মমালায় সভাপতিত্ব করেন, জেলা পাট কর্মকর্তা অসীম কুমার মালাকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা। বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন,রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ ও কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায়। কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ বিষয়ের উপর কৃষকদের উৎসাহিত ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। পরে প্রশিক্ষণ শেষে ১৫০ জন কৃষকের মাঝে ১ টি করে পাটের ব্যাগ, ১ প্যাকেট করে উন্নত জাতের পাটের বীজ, খাবার ও সন্মানী প্রদান করা হয়।