“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”-এ শ্লোগান নিয়ে দেশব্যাপি কার্যক্রমের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১২ ডিসেম্বর) সকালে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা, বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা হলরুমে ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যরা অংশ নেন। উপজেলা চেয়ারম্যান ও ইউএনও শুভেচ্ছা বক্তব্য দেন। পরে ডিজিটাল সংযোগের মাধ্যমে কেন্দ্রিয় কার্যক্রম প্রচারিত হয়। কেন্দ্রিয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।