হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাওঁয়ের রাণীশংকৈলে উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০১৯ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পরিষদ চত্তর থেকে এক র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে,
হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম প্রমুখ । এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তরা মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন সম্পর্কে আলোচনা করেন।
হুমায়ূন কবির
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০১৭১০০১৯৩১১