“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ দিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সমাজসেবা অফিসার আব্দুর রাহিমের সভাাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন, উপজেলার সাবেক নায়েবে আমীর মিজানুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, প্রেসক্লাব সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, জুলাই কন্যা অরিণ ফারুকী প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকতা, রাজনৈতিক-সামাজিক নেতা, মুক্তিযোদ্ধা, ভাতাভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও দুই ব্যক্তিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৫ | রবিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি