ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দবিরুল ইসলাম নামে এক ইউপি সদস্যের বেদম মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে জগেন্দ্র নাথ রায় (৪০) নামের এক গ্রাম পুলিশ। রোববার ১৮ ফেব্রুয়ারি রাতে নেকমরদ বাজার চেয়ারম্যান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ওই গ্রাম পুলিশ নেকমরদ পারকুন্ডা গ্রামের মৃত. ভাইন বাবুর ছেলে।
জানাগেছে, জগেন্দ্র নাথ রায়, ইএসডিও নামে এক এনজিও’র কাছে ঋণ নিয়ে টাকা পরিশোধ করেন। তবে যে এনজিও কর্মকর্তাকে ঋণের টাকা পরিশোধ দিয়েছিল কিন্তু সে বদলি হওয়ায় এনজিও টাকা না পেয়ে নতুন কর্মকর্তা ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দিলে, আবারো ঋণের টাকা পরিশোধ করের গ্রাম পুলিশ। আগের পরিশোধের টাকা ফেরত পেতে জগেন্দ্রনাথ ইউপি সদস্য দবিরুল (৫৫) ইসলামের কাছে বলতে গেলে, হঠাৎ ক্ষিপ্ত হয়ে দবিরুল ইসলাম ও তার ছেলে রুবেল (৩০) গ্রাম পুলিশকে বেধরক মারপিট করে।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় জগনেন্দ্রনাথ বাদী হয়ে ইউএনও এবং থানায় একটি লিখিত অভিযোগ করেন।
সংশ্লিষ্ট নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ইউপি সদস্য ও তার ছেলে গ্রাম পুলিশ জগেনকে মারধরের ঘটনা শুনেছি। আমার ইউপি সদস্য কাজটি মোটেও ঠিক করেনি।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাণীশংকৈল ইউএনও রকিবুল হাসান জানান, ইউপি সদস্য কর্তৃক গ্রাম পুলিশকে মারপিটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি