ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুখ্যাত চোরের সর্দার আমিরুল ইসলাম আমিরকে (৩৫) গতকাল রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। আমির উপজেলার সন্ধারই আগাটলা গ্রামের মতিবর রহমান ওরফে নাইবুলের ছেলে।
রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলামের বরাত দিয়ে জানা গেছে, আমিরুল ইসলামকে গত রবিবার ২৬ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ী সন্ধারই আগাটলা থেকে গ্রেফতার করা হয়েছে। রাণীশংকৈল উপজেলার যত চুরির ঘটনা ঘটেছে সবগুলোর মূল হোতা আমির। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও,দিনাজপুরসহ বিভিন্ন জেলায় বাড়ীর সদস্যদের চেতনানাশক মেডিসিন এক্সপ্রে (অজ্ঞান) করে ঘরের স্বর্ণালংকারসহ বিভিন্ন দামী জিনিসপত্র চুরি, বিভিন্ন দোকানপাটে চুরির ঘটনার অভিযোগ এ ব্যাপারে একাধিক মামলা হয়েছে। কিন্তু সে আত্মগপনে থাকার কারণে তাকে ধরা সম্ভব হয়নি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমির চোরকে উত্তরবঙ্গের মধ্যে চোরদের মুল হোতা বা সর্দার বলা হয়। সে রংপুর বিভাগের চেতনাশাক, মোটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরি চক্রের প্রধান হোতা। একটি বিরাট সঙ্গবদ্ধ চোর চক্র তার হাতে নিয়ন্ত্রিত। তাকে গতদুমাস ধরে গ্রেফতারের চেষ্টা চালিয়ে অবশেষে রাণীশংকৈল থানা পুলিশের একটি চকৌশ অভিযানিক টিম তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
রাণীশংকৈল অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ইতিমধ্যে ৭টি মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। এছাড়াও রাণীশংকৈল থানার চুরির ঘটনায় আরেকটি মামলা দিয়ে মোট ৮টি মামলার অভিযোগে তাকে সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান