কমিউনিটি পুলিশের মূলমন্ত্র “শান্তি -শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার ২৮ অক্টোব সকাল সাড়ে ১০ টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধাণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা কমিনিউটি পুলিশিং এর সভাপতি আহম্মেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যন শাহরিয়ার আজম মুন্না। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আ.লীগ সহ সভাপতি প্রভাষক সেলিনা জাহান লিটা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষা এ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষা কর্মকর্তা এমএস রবিউল ইসলাম সবুজ, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য প্রভাষক আব্দুল বাতিন স্বপন, ওসি এস এম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যন আলহাজ্ব আবুল হোসেন, আবুল কাশেম, সাবেক চেয়াম্যান ও ধর্মগড় ইউনিয়ন আ.লীগ সম্পাদক সফিকুল ইসলাম মুকুল, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন, ইউপি সদস্য ফয়জুল হক প্রমুখ।
এছাড়াও থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, আনসার সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, ছাত্র-ছাত্রী, মসজিদের ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ।