হুমায়ুন কবির,রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন করে ১০ বছরের কন্যাশিশুসহ দু’জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী।
গত ২ জুন রানীশংকৈলে ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং আজ ৭ জুন রবিবার রাতে ২ জনের
রিপোর্ট পজিটিভ আসে। রোগীরা হলেন- রাণীশংকৈল উপজেলার দুর্লভপুর গ্রামের মুসলিমউদ্দিনের ১০ বছরের কন্যাশিশু ও চাপড় পার্বতীপুর গ্রামের বাদশা মিয়া ছেলে, লাল মিয়া (৩২)।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধূরী বলেন, নতুন শনাক্ত রোগীদের হুম আইসোলেশন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ৩ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। বাকি রোগীদের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গতঃ রানীশংকৈল উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। ৫ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন । রোগীদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন এবং মৃত্যুবরণ করেন ১জন।