হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তা মার্কেটের সামনে পাকা সড়কে ১৯ অক্টোবর সোমবার বিকেলে ঐতিহাসিক সরকারি শালবন রক্ষার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় মানবাধিকার সমিতি,জেলা শাখার সদস্য সচিব তামিম হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ আলি, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউষার কানন, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ ও জাহেদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম ও ফারাজুল ইসলাম, দিশারী স্বেচ্ছাসেবক সংগঠনের সাথারণ সম্পাদক মাহবুব আদনান, ঠাকুরগাঁও চিরন্তন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দীর্ঘদিন ধরে গাছচোর কর্তৃক শালবনের গাছ কেটে নেওয়া ও শালবনের জমি দখলকারী ভূমিদস্যুদের হাত থেকে শালবনকে রক্ষার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রসঙ্গত, ১৮.৩৫ একর আয়তনের শালবনের অধিকাংশ জমিই বর্তমানে ভূমিদখলকারিদের দ্বারা দখল হয়ে গেছে। এদিকে শালবনের প্রায় ৩৭০০ গাছের মধ্যে বর্তমানে মাত্র ৩০০ শ’র মতো গাছ টিকে আছে।