ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১জুলাই) সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় নিবন্ধিত বে-সরকারি ১৯ টি এতিমখানায় ৮৬৬ জন এতিম কে ১কোটি ৩ লাখ ৯২ হাজার এবং ৩৬ জন অসহায় ও দুস্থ ব্যাক্তি কে ৪৬ হাজার টাকার চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে এদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এসব অনুদানের চেক পেয়ে সমাজসেবা অধিদপ্তর ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৫১ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)