ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাসব্যাপি (৩০ দিন) প্রশিক্ষণ শেষে ইএসডিও পিপিইপিপি -ইইউ প্রকল্পের আওতায় ২৫ জন সদস্যেকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার ২৩ অক্টোবর বিকেলে ইএসডিও অফিস চত্বরে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে রাণীশংকৈল জোনের জোনাল ম্যানেজার আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর রুহুল আমিন, এরিয়া ম্যানেজার মহিউদ্দিন, প্রেমদীপ প্রকল্প ম্যানেজার খাইরুল আলম, শাখা ব্যবস্থাপক আশরাফুজ্জামান, প্রশিক্ষক আফরোজা আক্তার ময়না , প্রসপারিটি-ইইউ প্রকল্পের সহকারি কারিগরি কর্মকর্তা (জিবিকায়ন )আলমগীর হোসেন প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে উপকারভোগীরা ইএসডিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি