হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ২ নভেম্বর বিকেলে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।
এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুরুষ ও মহিলা সদস্য পদপ্রার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- সিনিয়র সহকারি পুলিশ কমিশনার সার্কেল তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার নূর-ই আলম, ওসি এসএম জাহিদ ইকবাল, চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম, এনামুল হক, লোকমান আলী, হামিদুর রহমান, বকুল হোসেন, গোলাম রব্বানী, সদস্য মরিয়ম বেগম, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কাসেম প্রমুখ।
পুলিশ সুপার ও জেলা প্রশাসক তাদের বক্তব্যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচনী বিধিসমূহ মেনে চলার জন্য প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।