হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের মধ্যে ৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। গত বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
৫ টি ইউনিয়ন চেয়ারম্যানসহ মহিলা ও পুরুষ প্রার্থীরা হলেন- ১ নং ধর্মগড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী-আবুল কাসেম, আ’লীগ, প্রতীক নৌকা, আকবর আলী, স্বতন্ত্র, প্রতীক আনারস, আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল, আবু হানিফ, স্বতন্ত্র, প্রতীক, অটোরিক্সা নূরেই আলম, জাকের পার্টি, প্রতীক গোলাপফুল লোকমান আলী, স্বতন্ত্র, প্রতীক ঘোড়া।
এ ইউনিয়নে পুরুষ সদস্য পদে প্রার্থী ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন প্রার্থী হয়েছেন।
২ নং নেকমরদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী-আলহাজ্ব মো.আবুল হোসেন,স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল, ডাঃ মো. হামিদুর রহমান, আ’লীগ,প্রতীক নৌকা, মো.মাকসুদুর রহমান, স্বতন্ত্র, প্রতীক ঘোড়া, মো. এনামুল হক, স্বতন্ত্র, প্রতীক আনারস, মো. গোলাম রব্বানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,প্রতীক হাতপাখা, মো. জব্বার হোসেন জাকের পার্টি, প্রতীক গোলাপফুল।
এ ইউনিয়নে পুরুষ সদস্য প্রার্থী ৪০ ও মহিলা সদস্য প্রার্থী ১৫ জন।
৪নং লেহেম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী-আনারুল ইসলাম,জাকের পার্টি, প্রতীক গোলাপফুল, আবুল কালাম আজাদ, আ’লীগ, প্রতীক নৌকা, মো. খালেকুজ্জামান, স্বতন্ত্র, প্রতীক চশমা, গোলাম রব্বানী, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল, মো.তাহের আলী,স্বতন্ত্র, প্রতীক আনারস, মো.রওশন আলী, স্বতন্ত্র, প্রতীক ঘোড়া।
এ ইউনিয়নে পুরুষ সদস্য প্রার্থী ৩১ ও মহিলা সদস্য প্রার্থী ১৩ জন।
৬ নং কাশীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী-আতিকুর রহমান, আ’লীগ, প্রতীক নৌকা, হামিদুর রহমান, স্বতন্ত্র, প্রতীক মোটরসাইকেল।
এ ইউনিয়নে পুরুষ সদস্য প্রার্থী ২৭ ও মহিলা সদস্য প্রার্থী ১৪ জন।
৭ নং রাতোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী-আখতার হোসেন, স্বতন্ত্র, প্রতীক আনারস, শরৎচন্দ্র রায়, আ’লীগ, প্রতীক নৌকা।
এ ইউনিয়নে পুরুষ সদস্য প্রার্থী ৩৫ ও মহিলা সদস্য প্রার্থী ০৯ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মর্মে তিনি জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে ৫ টি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে।