ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে উপজেলা প্রশাসন ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের যৌথ আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বর থেকে একটি র্যালিটি বের হয়ে পৌরশহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
ওই স্কুল মাঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত বসাক, কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল ইসলাম প্রমুখ।
এছাড়াও পিআইও অফিসের অফিস সহকারী শাহনেওয়াজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে ফায়ার ডিফেন্স সার্ভিস ষ্টেশনের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করেন।