হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার যথাযথ মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, প্রভৃতি সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে। একই ভাবে পরদিন সকালে র্যালি নিয়ে ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান একই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।পরে একই শহীদ মিনার মঞ্চে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম,অধ্যক্ষ তাজুল ইসলাম পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলাম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়ামিন, মুত্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত বসাক ও সাদেকুল ইসলাম। পরে সুকুমার মোদকের পরিচালানায় বিভিন্ন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা আবৃত্তি ও একুশের গান পরিবেশন করেন।শেষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়।
হুমায়ুন কবির
রাণীশংকৈল
০১৭১০০১৯৩১