ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম, ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, সাবেক জাতীয় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, হাসপাতালের টিএইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাব (পুরাতন) এর সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাঃবিপ্লব প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তি, বীর মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সরকারি নির্দশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় দিবসগুলি পালনের সকল সিদ্ধান্ত গৃহীত হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪১ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি