ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু মুসা, বিজিবি নায়েব সুবেদার আব্দুল মোতালেব ও প্রতিনিধি ফারুক হোসেন, ওসি হিসাবে থানার সাময়িক দায়িত্বপ্রাপ্ত এস আই শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা রজব আলী, জামায়াতের নায়েবী আমীর সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জিতেন্দ্রনাথ বর্মণ, শরৎচন্দ্র রায়, আবুল কাসেম ও মতিউর রহমান মতি এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক।
এছাড়াও সভায় আরো রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তাদের বক্তব্যে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। সেনাবাহিনীর কর্মকর্তা আবু মুসা তার বক্তব্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সেনাবাহিনীর উপর চাপ কমাতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঠিক ভূমিকা পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ইউএনও তার বক্তব্যে বলেন,অভিযোগ পেলেই সমস্যা সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেক সমস্যার সমাধানও করা হয়েছে।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৬ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি