হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে সোমবার ৯ আগস্ট সকালে হারুন (৫২) নামে এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ঘটনার দিন কাতিহার বাজারের নাইটগার্ড সকাল সাড়ে পাঁটার দিকে বাড়ি ফেরার পথে হারুনকে একটি কাঁঠাল গাছের সাথে রশি দিয়ে ফাঁস লাগা অবস্থায় দেখতে পায়।সাথে সাথে সে স্থানীয়দের জানায়। পরে পলিশকে খবর দিলে এস আই মিজানসহ সঙ্গিয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। কাতিহার বাজারে তিনি প্রায় ৪ থেকে ৫ বছর ধরে আছে। যেখানে সেখানে শুয়ে পড়ে থাকতো এবং অনেক দোকানদার বিভিন্ন সময়ে খাবার দিত। কথা বললে কোন উত্তর দিতোনা। বাসা কোথায়? কি তার পরিচয়? এসব জিজ্ঞাসা করলে কোন উত্তর দিত না। এই চার পাঁচ বছরে কেউ তার খোঁজ খবরও নিতে আসেনি। মৃত হারুন ভারসাম্যহীন ছিলেন, বিধায় অনেকে এ মৃত্যুকে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করছেন।
এ বিষয়ে থানার ওসি জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে কাতিহার বাজার থেকে এক অজ্ঞাত ব্যক্তির গলায় ফাঁস লাগা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর সঠিক পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং এনিয়ে থানায় একটি অপমৃত মামলা রুজু করা হয়েছে।