ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তার হাত বাড়ালেন রাণীশংকৈল থানা পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাচোর চোপড়া হিন্দুপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, চিড়া, মুড়ি, তৈল, আলু ও পিঁয়াজ দিয়ে পুলিশ তাদের সহায়তা করেন।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল)রেজাউল হক, রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য: গত শনিবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের চোপড়া হিন্দুবস্তিতে দুইটি পরিবারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে দুটি পরিবারে অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়ে ৬ টি ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে তারা চরম অর্থনৈতিক ক্ষতির শিকার হন। এসব অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পুলিশ সুপারের সহযোগিতায় সহায়তা দেন রাণীশংকৈল থানা পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) রেজাউল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগে বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি কিংবা পরিবার যাতে আর্থিক সংকটে না ভোগে সেজন্য তাদের সকল প্রকার সহযোগিতা পুলিশ আগে থেকেই করে আসছে ভবিষ্যতেও পুলিশ তাদের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত উপকারভোগীরা এসব পুলিশি সহায়তা পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | ভোর ৫:১৮ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি