রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজীবপুর সরকারী কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে একটি কুচক্রী মহল। চাকরীর শেষ বয়সে এসেও কলেজের একটি কুচুক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি । অথচ ওই কলেজের অধ্যক্ষ ইউনুছ আলী দীর্ঘ ৩২ বছর ধরে সুনামের সাথে চাকুরী করে আসছেন। মোটকথা অধ্যক্ষ ইউনুছ আলী কর্মক্ষেত্রে একজন সফল মানুষ হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন।
মিথ্যা সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর থেকে ঐ উপজেলার সাধারন মানুষের পক্ষ থেকে ব্যাপক নিন্দা জানানো হচ্ছে। এ ব্যাপারে অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমার বিরুদ্ধে এ পর্যন্ত যত অভিযোগ দেয়া হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, যদি এসব অভিযোগ কেউ প্রমান করতে পারে তাহলে আমি অধ্যক্ষের পদ ত্যাগ করব।
এদিকে কুচক্রী মহলের এই মিথ্যা বানোয়াট তথ্য প্রেরণের প্রতিবাদ জানিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে সুষ্ঠু তদন্তের দাবী জানান এলাকার সচেতন মহল।