সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা,মারধর ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে। ওই সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন ইউপি সদস্য আবু শামা, ইউপি সদস্য শাহাবুদ্দীন, ইউপি সদস্য আনোয়ার, ইউপি সদস্য ফরিজল সহ আরো অনেকে।
বিভিন্ন সুত্রে জানা যায়, সন্ত্রাসী রফিকুল ইসলামের নেতৃত্বে শফিকুল, মামুন, মুরাদ ও সহিজল ৮/১০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর চালায়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস জানান, আমি ঘটনার সময় বাহিরে ছিলাম একটি কাজে। কয়েকজন ইউপি সদস্য আমাকে ফোনের মাধ্যমে ঘটনাটা জানায়। আমি ঘটনা স্থলে এসে দেখি আমার ইউনিয়ন পরিষদের সদস্যদের উপর অতর্কিতভাবে হামলা করছে কিছু সন্ত্রাসী। সন্ত্রাসীরা হামলা করেও ক্ষান্ত হয়নি প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।
এব্যাপারে রাজীবপুর থানার ওসি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।