যুক্তরাজ্যের লুটন টাউন হল পরিদর্শনের সময় রাজা তৃতীয় চার্লসের দিকে ডিম ছুড়ে মারার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তারা ২০ বছর বয়সী ওই ব্যক্তিকে ছোটখাটো এই হামলার অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
চার্লস যখন লন্ডন থেকে ৪৬ কিলোমিটার উত্তরে লুটনের টাউন হলের বাইরে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করছিলেন, তখন তার দিকে ডিমটি নিক্ষেপ করা হয়। এরপর নিরাপত্তারক্ষীরা রাজাকে অন্যত্র সরিয়ে নিয়ে যান এবং পরে তিনি জনসাধারণের সঙ্গে করমর্দন করেন।
সেপ্টেম্বরে মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হয়ে ব্যাপকভাবে ব্রিটেনে ভ্রমণ করেছেন চার্লস। মঙ্গলবার তার লুটনের একটি ট্রানজিট স্টেশন এবং একটি শিখ উপাসনালয়, একটি গুরুদুয়ারাসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করার কথা ছিল৷
উল্লেখ্য, গত মাসে উত্তর ইংল্যান্ডের ইয়র্ক সফরের সময় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার ওপর ডিম ছুড়ে মারার পরে ২৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান ওই ব্যক্তি।