ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) ভর্তি হবার পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সামেনা (৩৯) এবং পাবনার সুজানগরের কামরুল (২৮)।কামরুল ঢাকা থেকে আক্রান্ত হওয়ার পর গ্রামের বাড়ি আসেন। শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হওয়ায় তাকে বাঁচানো যায়নি। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
তিনি বলেন, সামেনা এবং কামরুল নিজ নিজ এলাকায় চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাদের শরীরে অতিরিক্ত স্যালাইন ও ইনজেকশন পুশ করায় অবস্থার অবনতি হয়। এই অজ্ঞতা কাম্য নয়। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে দ্রুত ভর্তি হওয়ারও পরামর্শ দেন তিনি।
এদিকে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। এ ছাড়া ছাড়পত্র পেয়েছেন চারজন।