খুলনার বিপক্ষে বড় জয় পেয়েছে রাজশাহী রয়্যালস। দুই ওপেনারের দৃঢ় ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় পায় রূপসা পাড়ের দলটি।
এর আগে, খুলনার দেয়া ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ঝড়ো শুরু করেন রাজশাহীর দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। দু’জনে ফ্লাওয়ার প্লে সম্পূর্ণ সুবিধা কাজে লাগিয়ে স্কোর বোর্ডে যোগ করেন ৬০ রান। সেই সাথে গড়ে তুলেন ৭৫ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। আর এতে জয়ের পুঁজি পেয়ে যায় পদ্মা পাড়ের দলটি।
প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ৪৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন লিটন। আর আফিফ হোসেন করেন ১৮ বলে ২২ রান। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক করেন ১৯ বলে ১৬ করে আউট হন। আর শেষ দিকে আন্দ্রে রাসেল ও রবি রোপারার ৩২ রানের জুটিতে জয় পায় রাজশাহী। ২৮ রানে অপরাজিত রয়েছেন রাসেল। ১৩ রানে অপরাজিত রয়েছেন রবি রোপারা।
রাজশাহী রয়্যালস-১৪৯-৩ (ওভার ১৮)
লিটন দাস ৫৮ (৪৪)
আফিফ হোসেন ২২ (১৮)
শোয়ের মালিক ১৬ (১৯)
আন্দ্রে রাসেল ২৮* (১৯)
রবি বোপারা ১৩* (৮)
বোলার:
মোহাম্মদ আমীর ৪-০-২৯-০
রুবি ফ্রাইলিঙ্ক ৪-০-৩৯-১
শফিউল ইসলাম ২-০-২৭-০
তানভীর ইসলাম ৪-০-২৬-০
মেহেদী হাসান ১-০-৫-০
শহীদুল ইসলাম ৩-০-২৩-১
ফল: রাজশাহী ৭ উইকেটে জয়ী।