বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি একটি অনুষ্ঠানের আয়োজন করে সেখানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্কমর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসেন উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়। অনুষ্ঠানের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বইতে শুরু করে নেটিজনদের মাঝে। গতকাল ২১ জানুয়ারি পদুয়া ফরেস্ট অফিস এলাকায় চৌধুরি গেস্ট হাউসে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
উপজেলা বিএনপির নেতা সালাউদ্দিন সোহেলের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম.সলিম উদ্দিন খোকন চৌধুরি অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার, পরিকল্পনা কর্কমর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসেন, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইশতিয়াকুর রহমান।
উপজেলা শ্রমিকদলের আহব্বায়ক এস.এম জাকারিয়ার সঞ্চালনায় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নেজাম মেম্বার, নুরুল কবির সাওদাগর, যুবদল নেতা মুসলিম, বাহাদুর, নজরুল, মকসুদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে চাকরিবিধি অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারেন না। তবে এই বিধি জেনেও কর্মসূচি করছেন ২ জন চিকিৎসক।
আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২২শে রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৬ | বুধবার
ডিবিএন/এসই/ এমআরবি