আজিজুর রহমান প্রিন্স, ঢাকা, বাংলাদেশঃ দল ক্ষমতায় অথচ কর্মীদের মনে সূখ নেই। যার সাথেই কথা বলি বলে ” রাজনীতি করে আর কি হবে? যাদের সঙ্গে যুদ্ধ করেছি তারাই এখন সব নিয়ন্ত্রন করে”। কথাটি একজন সাধারন কর্মী বললে ভাবতাম সুবিধা চায়। কিন্তু যদি গুরুত্বপুর্ন কেউ বলে বা উচ্চ পদস্থ কোন সরকারী কর্মকর্ত্তাও বলে।কথাটি উড়িয়ে দেওয়া যায়না। সকলেই বলে দল ক্ষমতায় থাকলেও আর্থিক সুবিধা পাচ্ছে জামাত আর বি এন পি’র লোকেরা। তাদের কাছ থেকে শেয়ার করে বা ভাগ করে ছিটা ফোটা কিছু পেয়ে দলের কর্মীরা তুষ্ট হচ্ছে। তাও সবাইনা। নেতাদের সঙ্গে বিরোধী দলের সম্পর্কটিই বেশী ভাল। কিছু প্রমানও পেয়েছি। বড় বড় কাজ যা বের হচ্ছে তার বেশীর ভাগই এই চক্রের দখলে।
অনেক ত্যগী কর্মীদের দুরাবস্থাও দেখেছি। শুধু আর্থিক সুবিধার জন্যই নয়। সকলেরই ভাবনা দল কোথায় যাচ্ছে? ৭৫ এর পরে যারা দলের জন্য ত্যগ স্বীকার করেছে তাদের বেশীরভাগই এখন পরিত্যক্ত। অনেকের নামটিও ভুলে গেছে। যারা দলের সুসময়ে এসে যোগ দিয়েছে তারা কর্তৃত্ব করছে এখন। অর্থের পাহাড় গড়েছে এলাকায় পোষ্য বাহিনী দিয়ে। তাদের নামে এখন বদনাম বহু। দলের জন্য মামলা খেয়েছে, অত্যাচার নির্যাতন সয়েছে যারা তারা এখন দলে নিগৃহিত। একমাত্র নেত্রী ছাড়া কেউ জনগনের আস্তা অর্জন করতে পারেনি। হতাশায় দল ত্যগেরও ভাবনা করছে অনেকে। শুধু বঙ্গবন্ধু কন্যার মূখের দিকে চেয়ে পারেনা। আওয়ামী লীগের মত দলে এখন চাটুকার আর স্বার্থবাজের সংখ্যাই বেশী। এই চিত্রটি ভাল লাগেনি। সবকিছুই এখন নেত্রী কেন্দ্রিক। কোন কিছুই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কার্যকর হয়না।
সকলেই এখন বলাবলি করে বি এন পি’র রাজনীতি করার দরকার নেই। আওয়ামী লীগই আওয়ামী লীগকে ক্ষতি করবে। অথচ দেশে উন্নয়ন হয়েছে অকল্পনীয়। অর্থনৈতিক ভাবেও দেশ এখন যে কোন সময়ের চেয়ে ভাল অবস্থানে। করোনা কিংবা প্রাকৃতিক দুর্যোগেও দেশে খাদ্য ঘিটতি হয়নি। না খেয়ে মানুষ মারা যায়নি। রপ্তানী, বানিজ্য এবং উৎপাদন সন্তুষজনক। পদ্মা সেতু সহ বেশ ক’টি সেতু দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী সাফল্য এনে দিয়েছে। মানুষ খেয়ে পরে ভাল আছে। তবুও দেশের মানুষের মনে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ কেন? কেন মানূষ ফুঁসে উঠছে। দলের সুপ্রিম কমান্ড যদি বিষয়টি অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে দলের বিপর্যয় ঠেকানো মুশকিল হবে। এই ভীতি এখন সকলের মনে। কারন আওয়ামী লীগ পরজিত হলে দেশ পরাজিত হয়ে যায়। কোন কারনে ক্ষমতা বদল হলে দেশ এবং দল দুটোই যাবে। দলের ত্যগী কর্মীদের মনে এই ভাবণাটাই জেকে বসেছে।।