লাইসেন্স না থাকায় রাজধানীর শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল, মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, উত্তরা হাই কেয়ার হাসপাতালের হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল ৩টি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে দুটি টিম রামপুরা, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায়।
এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে শ্যামলীর হাই কেয়ার অর্থোপেডিক্স ও জেনারেল হাসপাতালকে শোকজ করা হয়েছে। শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক সেন্টারের কালার কোডেড বিন সঠিক না থাকায় মৌখিকভাবে সর্তক করা হয়েছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তথ্য কর্মকর্তার নাম ও ছবি টানাতে বলা হয়েছে।
অন্যদিকে এদিন লুবানা হাসপাতাল, উত্তরা ল্যাব এইড ডায়াগনস্টিক, উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিকেও পরিদর্শন করে স্বাস্থ্য অধিদফতরের টিম।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৮ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি